Khoborerchokh logo

গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন 2620 0

Khoborerchokh logo

গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন

শেখ রাজীব হাসান,গাজীপুর:
করোনা ভাইরাসের গণ-টিকাদান কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১টায় টিকাদান কর্মসূচী ভার্চুয়ালি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: পারভেজ হোসেনকে টিকাদানের মধ্য দিয়ে এ কর্মসূচী শুরু হয়।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্বাধায়ক ডা: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ডা: মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। এতে আরও বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী-১ জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সোহরাব হোসেন, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক,ডা: পারভেজ হোসেন,মজিবুর রহমান মোড়ল,আবু জাফর আহমেদ,এ কে এম পলাশ জলিল,লিটন উদ্দিন সরকার, হৃদ্যয় প্রমুখ। টিকা দান কর্মসূচির প্রথম দিন রোববার ৩০ জনকে টিকা দেয়া হয়।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com